কলকাতা: সমাজের তথাকথিত ভদ্র লোকেরা এই রাস্তা এড়িয়ে চলেন। বিশেষ দিন বলুন বা উৎসবের সময় শহরের এই জায়গা অন্ধকার গলিতে পৌঁছায় না আনন্দ চাকচিক্য। তারা সেই সব একপ্রকার ব্রাত্য থাকেন। আর শিশুদিবসে তাদের সঙ্গে বিশেষ মুহূর্ত যাপন করলেন অভিনেত্রী রুক্মিনী মৈত্র (Rukmini Maitra)।
বিশেষ দিনগুলোতে অভিনেতা-অভিনেত্রীরা ব্যস্ত থাকেন ইভেন্টে। তারা সেখানেই যান ঝলকে ওঠে ক্যামেরার আলো খুশির জোয়ার বয়ে যায়। শিশুদিবসের দিন শোভাবাজারের সোনাগাছিতে তেমনই খুশির জোয়ার বয়ে গেল। অভিনেত্রী রুক্মিনী শোভাবাজারে (Shobhabazar) গিয়ে যৌন কর্মীদের বাচ্চাদের সঙ্গে শিশু দিবস পালন করলেন। হাঁটি হাঁটি পা পা ছবির প্রচারের যৌনপল্লিতে গিয়েছিলেন রুক্মিনী। খুদেদের সঙ্গে মিষ্টি খাওয়া, বেলুন ওড়ানো, খুনসুটিতে মাতলেন অভিনেত্রী। ১৪ নভেম্বর মুক্তি পেয়েছে চিরঞ্জিৎ চক্রবর্তী (Chiranjeet Chakraborty) আর রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)-র নতুন সিনেমা, ‘হাঁটি হাঁটি পা পা’ (Film Haati Haati Paa Paa) ছবিটির ট্রেলার। এই ছবিতে যেমন প্রকাশ্যে এসেছে বাবা আর মেয়ের গল্প, তেমনই তুলে ধরা হয়েছে একটা মানুষের জীবনের বিভিন্ন দিকগুলি।
View this post on Instagram
আরও পড়ুন: বাবা-মা হলেন রাজকুমার রাও ও পত্রলেখা, কে এল তাদের ঘরে?
অন্য খবর দেখুন







